![]() |
Shei Tumi |
Shei Tumi Lyrics-সেই তুমি কেন এত অচেনা হলে
Sei Tumi Lyrics: Is the most popular song not only Bangladesh but also worldwide. This song is sung a most popular singer his name is Ayub Bachchu. His band name is LRB. LRB band is also popular in Bangladesh. Our country people love "sei tumi lyrics" very much.
সেই তুমি কেন এত অচেনা হলে | Shei Tumi | Ayub Bachchu | L R B | Band Song |
About Shei Tumi Lyrics
শিরোনাম: চল বদলে যাইশিল্পীঃ আইয়ুব বাচ্চু
ব্যান্ডঃ এল.আর.বি
অ্যালবামঃ ফেরারী মন
Shei Tumi Lyrics-সেই তুমি কেন এত অচেনা হলে
সেই তুমি কেন এত অচেনা হলেসেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম।
কেমন করে এত অচেনা হলে তুমি
কিভাবে এত বদলে গেছি এই আমি।
ও বুকেরই সব কষ্ট দু’হাতে সরিয়ে
চলো বদলে যাই
তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়,
আমার সবটুকু ভালবাসা তোমায় ঘিরে।
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।
কত রাত আমি কেঁদেছি
বুকের গভীরে কষ্ট নিয়ে।
শূন্যতায় ডুবে গেছি আমি
আমাকে তুমি ফিরিয়ে নাও।
তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আমি অসহায়,
আমার সবটুকু ভালবাসা তোমায় ঘিরে।
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।
যতবার ভেবেছি ভুলে যাব
তারও বেশি মনে পড়ে যায়।
ফেলে আসা সেই সব দিনগুলো
ভুলে যেতে আমি পারি না।
তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়,
আমার সবটুকু ভালবাসা তোমায় ঘিরে।
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়
সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম।
কেমন করে এত অচেনা হলে তুমি
কিভাবে এত বদলে গেছি এই আমি।
ও বুকেরই সব কষ্ট দু’হাতে সরিয়ে
চলো বদলে যাই
তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়,
আমার সবটুকু ভালবাসা তোমায় ঘিরে।
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।
No comments